নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানাখী পূর্বপাড়া মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেনকে চিরকুট দিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিরাপত্তাহীনতার কারণে তিনি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের বাড়িতে চলে গেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়ের নানাখী (মালছ) এলাকায় মাওলানা মকবুল হোসেন নতুন যোগদানকৃত নানাখী পূর্বপাড়া জামে মসজিদে ইমামতি করছেন। মসজিদের পাশের একটি কক্ষে তিনি থাকেন।
শুক্রবার সকালে তিনি তার কক্ষের বিছানার উপর হাতে লেখা একটি চিরকুট পান। তাতে লেখা রয়েছে, এই জুমার নামাজের আগে চলে যাবি। রোববারে দেখলে লাশ পড়বে। কাউকে বলার চেষ্টা করলে মরবেন। খোদার কসম না গেলে তুই শেষ। সোমবার আবার আসবো।
চিরকুটটি পাওয়ার পর ওই ইমাম মুষড়ে পড়েন। পরে গতকাল সকালে গিয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করেন।
মসজিদের মুসল্লিরা জানান, পুলিশের কাছে জানানো হয়েছে। তারপরও নিরাপত্তাহীনতার কারণে ইমাম আবদুল কাদের গ্রামের বাড়িতে চলে গেছেন।
অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার ওসি জানান, এ বিষয়ে আমার জানা নেই। অভিযোগ হাতে পেলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।