নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলায় নূরুল হক শিকদার নামের পোল্টি ফার্মের নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকী এলাকার এক শালবন থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। সে বাইশটেকীর একটি মুরগীর খামারের নৈশপ্রহরীর কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সাদিপুর ইউনিয়নের বাইশটেকী গ্রামের মৃত ধনু শিকদারের ছেলে নূরুল হক শিকদার গত দুই মাস যাবত কাঁচপুর সোনাপুর এলাকার নুরুজ্জামানের মালিকাধীন বাইশটেকী এলাকার এক পোল্টি ফার্মের নৈশ প্রহরী হিসেবে কাজ করে। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে সে ফার্মের দায়িত্ব পালন করে। রোববার সকালে ফার্মের পাশের একটি শালবনে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ দুপুরে ওই পোল্টি ফার্মের নৈশ প্রহরী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) জসিমউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যু রহস্য উদঘাটন করা যাবে এটি হত্যা কিনা। তবে তিনি আরো বলেন নৈশ প্রহরী হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে এলাকাবাসী ধারণা করছেন।