নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ ঢাকা জয়দেবপুর এশিয়ান হাইওয়ের সোনারগাঁ উপজেলার ললাটি এলাকায় সড়ক দূর্ঘটনা মাসুম (২৮) নামের এক পথচারী নিহত হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে ললাটি এলাকায় রাস্তা পারাপারের সময় জয়দেবপুর গামী দ্রুতগামী একটি কভারভ্যান মাসুমকে পিছন দিক দিয়ে ধাক্কা দেয় দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে সে মারাত্নক আহত হয়। আহত মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।
মৃত মাসুম সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার নুরু মিয়ার ছেলে।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে এশিয়ান হাইওয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।এসময় প্রায় ২ ঘন্টা যাবত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দূর্ঘটনার প্রায় ২ ঘন্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কায়ুম আলী সরদার জানান, আমি বিস্তারিত কিছু জানিনা, এই মাত্র আমার লোক সেখানে গিয়েছে। তবে শুনেছি গনপিটুনিতে আহত ড্রাইভার বর্তমানে দি বারাকা হাসপাতালে আছে।