নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছে বেশিরভাগ মানুষ। অনেকে ঘরবন্দি ও কর্মহীন হয়ে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে। এ অবস্থায় উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের ২৭০টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী।
সোমবার সকালে আব্দুল আজিজ মোল্লা, মাওলানা আবু জাফর, মতিউর রহমান মাষ্টার, মাইনউদ্দিন মোল্লা, আব্দুল হামিদ মেম্বার, আফজাল হোসেন, এনামুল হক এনাম, নুরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, মোশারফ মোল্লা, ফারুক কন্ট্রাকটর, চাহেল মোল্লা ও আব্দুল্লাহ আল মামুন মোল্লার নেতৃত্বে স্বচ্ছল ব্যক্তিরা নিজস্ব অর্থায়নে প্রতিটি অসহায় পরিবারকে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবন উপহার দেন।
তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলার সর্বস্তরের জনসাধারন।