নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজারে সোনারগাঁও পৌরসভা মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে পৌরসভার কথিত বিএনপি নেতা ফিরোজ মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা। আজ বুধবার বিকেলে তারা এই হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে পাঠালপাড়ার কথিত বিএনপি নেতা ফিরোজ মিয়ার নেতৃত্বে কয়েকজন লোক পৌরসভার আদমপুর বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভেতরে থাকা মুক্তিযোদ্ধাদের বসার টেবিল চেয়ারসহ বিভিন্ন ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময় স্থানীয় লোকজন এসে তাদের বাঁধা দিলেও তারা বাধা মানেনি।
এ ব্যাপারে পৌরসভা বিএনপি নেতা মাসুম মিয়া জানান, আমি দীর্ঘদিন রাজনৈতিক জীবনে ২০টি মামলা খেয়েছি দীর্ঘদিন জেল খেটেছি তারপর পৌরসভার কোন আওয়ামীলীগ নেতার গায়ে বা বাড়িতে হামলা করতে যাইনি। আজ কিছু নামধারী বিএনপি নেতা মুক্তিযোদ্ধাদের কার্যালয় ভাংচুর করেছে। যাদের কোন দিন শহীদ জিয়ার নাম নিতে দেখেনি আজ তারা দলের নাম বিক্রি করে দলের বদনাম করছে। আমি থানা নেতৃবৃন্দকে আহবান করবো এসব হাইব্রিড নেতাকর্মীদের কারণে দলের সুনাম নষ্ট হচ্ছে। তাই তাদের মধ্যে হাইব্রিড নেতা যাতে দলের বদনাম না করতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ ব্যাপারে সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি জানান, তিনি কয়েকদিন যাবত অসুস্থ। বিছানা থেকে উঠতে পারি না। কার্যালয় ভাংচুর করেছে খবর পেয়েছি।