নিউজ সোনারগাঁ ২৪ডট কমঃ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানকৃত রকিবুর রহমান খাঁনকে বরণ ও সদ্য বিদায়ী ইউএনও অঞ্জন কুমার সরকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত আড়ম্বরপূর্ন এ অনুষ্ঠান স্থানীয় রয়েল রিসোর্টে অনুষ্ঠিত হয়।
বরণ ও বিদায়ী অনুষ্ঠানে উপজেলা অফিসার্স ক্লাব এর সহ সভাপতি ও উপজেলা প্রকৌশলী আলী হায়দার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন, সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলেটর শাহানারা আক্তার আচল, উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য গত ১১ নভেম্বর সরকারি এক প্রজ্ঞাপনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজার স্বাক্ষরিত এক আদেশে রকিকুর রহমান খান কে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয় ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা অঞ্জন কুমার সরকারকে ফরিদপুর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।