নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
আজ (৭ অগসঁট) সোমবার সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তুতি সভার আয়োজন করে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হকের সভাপতিতে প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার, সনমান্দি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ থানার ওসি অপারেশন মোস্তাফিজুল রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাবরিনা আক্তার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর ওসমান গনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতি মুলক সভায় শাহাদাৎ বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা সহ আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।