নিউজ সোনারগাঁ২৪ডটকম:
হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন পুজামন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা দূর্গাপুজা কমিটির সভাপতি লোকনাথ, সাধারণ সম্পাদক প্রদ্রিব কুমার ভৌমিকসহ বিভিন উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় অাগত পূজা মন্ডব কমিটির সভাপতিরা বলেন, আগামী ১৫ অক্টোবর থেকে তাদের পুজা শুরু। পুজা উপলক্ষে প্রত্যেকটি পুজা মন্ডবে সরকার থেকে বরাদ্ধকৃত অনুধান নিদিষ্ট সময়ে আগে তাদের হাতে পৌচ্ছা দিতে হবে।এতে করে তাদের পুজা উদযাপনে সুবিধা হবে। এছাড়া প্রতিটি পুজা মন্ডবে অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।