নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সরকারের দেয়া সাত দিনের লক ডাউনে সরকারের দেয়া বিধি নিষেধ নেমে চলার আহবান জানিয়েছেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মুস্তফা মুন্না। শুক্রবার দিনব্যাপী লক বাস্তবায়নে নিয়মিত টহলে মোগরাপাড়া চৌরাস্তা ও নয়াপুর বাজার এলাকায় গিয়ে হ্যান্ড মাইকে রাস্তায় আসা মানুষদেরকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সোনারগাঁয়ে আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিন রোগীর সংখ্য বাড়ছে গানিতিক হারে। এভাবে চলতে থাকলে প্রতিটি ঘরে পৌচ্ছে যাবে করোনা ভাইরাস। এ বৈশ্বিক মহামারী থেকে রক্ষা পেকে সরকার সাত দিনের লকডাউনের ঘোষনা দিযেছে। আমাদের সবার উচিত নিজ এবং নিজের পরিবারকে সুরক্ষা রাখা। সেজন্য প্রতিটি নাগরিককে সরকারের দেয়া স্বাস্থ্য বিধি ও অন্যান্য বিধি নিষেধ মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া। এতে নিজ, নিজ পরিবার ও দেশের মানুষ করোনামুক্ত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সেরাবাহিনী, পুলিশ ও আনাসার সদস্যরা।