নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় যে, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়। চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত, মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান এর মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হবে। সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দেয়া হয়।
প্রস্তুতিমূলক সভায় আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।