নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ হঠাৎ করে শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে সবচেয়ে বেশী ভুগছেন উপজেলার নিম্নশ্রেণীর মানুষ। এমন সময় ছিন্নমুল ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল রহমান খাঁন। গভীর রাতে অসহায় মানুষগুলোর হাতে তুলে দিয়েছেন শীতবস্ত্র।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা আবু নাঈম ইকবাল প্রমূূখ।
ইউএনও রকিবুর রহমান খাঁন বলেন, ‘প্রচন্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজের কাছে ধন্য মনে করছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে আমি মনে করছি। যার কারণে প্রচন্ড শীত পড়ায় আমি ঘরে বসে থাকতে পারিনি। শীতবস্ত্র কম্বল নিয়ে ছুটে এসেছি।’