নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ দেশে চলছে চরম শৈত্য প্রবাহ| দিনে সূর্যের দেখাই মিলছেনা সারাদেশে দিনেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তনীয়| দিনেi তাপমাত্রা নেমে গেছে ১০-১২ ডিগ্রী সেলসিয়াসে। এরসাথে রয়েছে তীব্র ঠান্ডা বাতাস। এমন দিনে সবচে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এই দরিদ্র মানুষদের কথা চিন্তা করে প্রায় রাতেই গরীব মানুষদের মাঝে ছুটে যাচ্ছেন একজন কর্মকর্তা।সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান প্রায় প্রতিদিনই ছুটে যাচ্ছেন সেইসব শীতার্ত মানুষদের কাছে। তাদের একটু উষ্ণতার জন্য পৌঁছে দিচ্ছেন সরকারি কম্বল। শুধু তাই নয়, জনপ্রতিনিধি, সমাজসেবীদের মাধ্যমেও শীতবস্ত্র দিয়ে যাচ্ছেন।
২১ ডিসেম্বর দেশে যখন শৈত্য প্রবাহ চলছে সেই দিন ছুটে গেছেন সোনারগাঁ উপজলোর গঙ্গাপুর বাজার, চৌরাপাড়া মোড়, বটতলা মোড়, পশ্চিম বেহাকৈল, চেঙ্গাইন মোড় এবং বড়গাঁও এলাকায়। এব্যাপারে রকিবুর রহমান চ্যানেল আইকে বলেন, যার ফলে আমার এরিয়ায় যেন কোন মানুষ শীতে কষ্ট না করে সেজন্য সরকারি সুবিধা পৌছে দিতে সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার অনেক আগে থেকেই সরকারি বরাদ্দের কম্বল চলে এসেছে। যার ফলে শৈত্যপ্রবাহ শুরুরও আগে থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে প্রয়োজনীয় কম্বল পৌছে দেয়া হয়েছে। এছাড়াও আমরা নিজেরাও তদারকি করছি একেক দিন একেক এলাকায় গিয়ে কম্বল বিতরণ করছি। এখন পর্যন্ত প্রায় ৩ হাজারেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে। রাতে কেন কম্বল দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, রাতের বেলায় সঠিক সমস্যাগ্রস্ত লোককে চিহ্নিত করতে সহজ হয়। আমরা সুবিধাটি প্রকৃত দরিদ্র লোকদের কাছে পৌঁছে দিতে চাই। এই কাজ চলমান আছে।