নিউজ সোনারগাঁ২৪ডটকম:
রাষ্ট্রীয় প্রশিক্ষণে ১৫ দিনের জন্য অষ্ট্রেলিয়া যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুর ইসলাম। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া স্বাক্ষরিক এক স্মারকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রশিক্ষনে থাকাকালীন সময়ে উপজেলার কার্যপরিচালনা করবেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন।
জানাগেছে, মন্ত্রি পরিষদ গত ৭ জুন স্মারকে জানানো হয় আগামী ২০ জুন হতে ৩ জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়াতে ‘ ক্যাপাসিটি ডেভেলমেন্ট অব কেবিনেট ডিভিশন এন্ড ফিল্ড এডমিনিস্ট্রেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণে ঢাকা বিভাগ থেকে একজন ইউএনও মনোনীত করা হয়েছে। সেই মনোনয়নের মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামকে মনোনিত করা হয়েছে। আগামী ১৮ জুন তিনি প্রশিক্ষণে যাওয়ার প্রস্তুতি নিবেন।