নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উলক্ষে নারায়ণগঞ্জের সোনাগাঁ উপজেলায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন, স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল রহমান খান, মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি ও বাবুল ওমর বাবু প্রমূখ। পরে প্রধান অতিথি জয়িতাদের সংবর্ধনা দেন।