নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আমান ইকোনোমি জোনের সাথে শর্ত সাপেক্ষ ও সমঝোতার ভিত্তিতে গ্র্যান্ডট্যাংক রোড থেকে লোহার পাইপ ব্যারিকেট সরালেন সোনারগাঁ উপজেলা প্রশাসন। এর আগে গত রবিবার রাতে স্থায়ীভাবে আমান ইকোনোমি জোনের ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার পার্ক এলাকায় লৌহার পাইপ লাগিয়ে দেওয়া হয়। পরে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ ও উপজেলা প্রশাসনের দেওয়া কিছু শর্ত মোতাবেক পাইপটি আপসারন করা হয়।
জানাগেছে, বৈদ্যেরবাজার এলাকায় অবস্থিত আমান ইকোনোমি জোন, মেঘনা গ্রুপ ও মাসফিস নামে তিনটি প্রতিষ্টান গড়ে উঠে। এ সব প্রতিষ্ঠানে ভারী যানবাহন চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তাঘাট না থাকায় গ্র্যান্ডট্যাংক রোড়টি ব্যবহার করে। এতে অতিমাত্রার ভারি যানবাহন চলাচলের ফলে মোগরাপাড়া চেšরাস্তা এলাকা থেকে বৈদ্যেরবাজার মাছঘাট ও উপজেলা হাসপালের পেছন থেকে আনন্দবাজার পর্যন্ত রাস্তাটি বিভিন্ন অংশে বড় বড় গর্ত হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এ পথে চলাচলরত জনসাধারনের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া ভারী যানবাহনের বিকট শব্দে বাসকরা দুঃর্¯‹র হয়ে পড়েছে। জনগনের এমন অভিযোগে ভিত্তিতে আমানগ্রুপকে রাস্তা সংস্কার করার কথা বলা হলেও তারা কোন কর্নপাত না করায় তাদের যানবাহন বন্ধে রাস্তার উপর লোহার পাইপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। একদিন বন্ধ থাকার পর আমান গ্রুপের কর্তৃপক্ষ সরকারের উচ্চ পর্যায়ের লোকজন দিয়ে ফোন করিয়ে পাইপ সরানোর জন্য অনুরোধ করে এবং ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার করে দিবে ও অতিমাত্রার ভারী যানবাহন এখান দিয়ে চলাচল করবে না এ শর্তে তাদের এ রোডে চলাচলের জন্য খুলে দেওয়া হয়।