নিউজ সোনারগাঁ২৪ডটকম:
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই স্কীমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপওে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা।
আলোচনা সভায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম, নারায়ণগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: মো: আতিক উল্লাহ প্রমূখ।