নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় এক ঠিকাদারের কাছ থেকে ঘুষের ৫০ হাজার টাকা গ্রহন কালে গত ১৬ আগষ্ট দুদকের হাতে নাতে আটক উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী এতেহেশামুল হক জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার তিনি নারায়ণগঞ্জ জেলা আদালতে জামিন চাইলে তা আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার এলজিইডির তালিকাভুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিরাজ এন্ড মেহেরাজ এন্টার প্রাইজের মালিক মোজাম্মেল হকের নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় ফাঁদ পেতে এহতেশামুল হককে আটক করেন দুদকের একটি দল। এর আগে গত রমজান মাসে একই কাজের বিনিময়ে একই ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। এ ঘটনায় দূর্নীতি দমন কমিশন (দুদক) এর ঢাকা-২ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলুল বারী বাদি হয়ে ঘুষ গ্রহনের অভিযোগ এনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করে। এ ঘটনায় গত সোমবার এতেহেশামুল হকের আইনজীবি নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের আদালতে এতেহেশামের জামিনের জন্য আবেদন করেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এতেহেশামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেন।