সোনারগাঁয়ে প্রশাসনের উদ্যোগে বন্ধ হল স্কুলছাত্রীর বাল্য বিবাহ
- আপডেট টাইম : শুক্রবার, মার্চ ৬, ২০২০
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সাদিয়া (ছদ্মনাম) অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রী।
শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলামের হস্তক্ষেপে এ বাল্য বিবাহ বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশেটেকী এলাকায় বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ করি। পরে স্কুল ছাত্রীর বাবা মায়ের কাছে, বাল্যবিবাহ নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি।