নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ নিম্ন মানের ওষুধ বিক্রির অপরাধে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় অভিযান চালিয়ে ৪ ঔষধের দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নাজমুল হুসেইন জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন ঔষুদের দোকানগুলো নিম্ন মানের ওষুদ বিক্রি করে আসছে। মঙ্গলবার (৩০ জুলাই) অভিযান চালিয়ে নিম্ন মানের ওষুধ বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শিরিন ফার্মেসীকে ২০ হাজার, বিসমিল্লাহ ফার্মেসীকে ৫ হাজার, সোনারগাঁ ফার্মেসীকে ৭ হাজার, জামাল ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার ইকবাল হোসেন।