নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ওই ছাত্রীকে পিটিয়ে আহত করার ঘটনায় বখাটে মোঃ সাকিবকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম এ সাজা প্রদান করেন।
সোনারগাঁ থানা পুলিশ জানান, গত ৯ অক্টোবর উপজেলার সাদিপুর ইউপির নানাখী মধ্যপাড়া গ্রামের মনিরের ছেলে বখাটে সাকিব তাকে স্কুলে যাওয়া ও আসার পথে আখি নামের এক স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন করতো। বখাটে সাকিবের প্রেমে সারা না দেয়ায় মঙ্গলবার স্কুলে যাওয়ার সময় কয়েকজন সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই ছাত্রীকে স্কুল গেটের সামনে অতর্কিত হামলা চালিয়ে কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে সোনারগাঁ একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে ভিত্তিতে সোমবার সকালে বখাটে সাকিবকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
বখাটে সাকিব(১৮), উপজেলার নানাখী গ্রামের মনির হোসেনের ছেলে।