নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমনের বরাত দিয়ে প্রধান অফিস সহকারী আব্দুর খালেক সরকার জানান, ক্রেতাদেরকে ওজনে কম দেওয়ার কারণে মোগরাপাড়া চৌরাস্তার আদি মিষ্টি ভুবনের মালিক বিষুকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা ও একই এলাকার মধুবন মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকার সোনারগাঁ বেকারীর মালিক মোঃ মুকুলকে ২০ হাজার টাকা ও মা কনফেশনারীর মালিক মোঃ আখিল মেম্বারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।