নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে ৭ হাজার টাকা জরিমানা ও অপরজনকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এবিএম রুহুল আমিন রিমন এর বরাত দিয়ে প্রধান সহকারী আঃ খালেক জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহীন মিয়া ও খোকা মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাহীন মিয়াকে ৭ হাজার টাকা জরিমানা ও খোকা মিয়াকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। শাহীন মিয়া উপজেলার আমবাগ গ্রামের আজিজুল হকের ছেলে ও খোকা মিয়া বন্দর উপজেলার জাঙ্গাল গ্রামের শামসুল হকের ছেলে।