নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলা বিভিন্ন রোড়ে চলাচলরত সিএনজি চালকদের বিশেষ প্রশিক্ষন প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কর্মকর্তা মোসাঃ শাহানারা আক্তার। অনুষ্ঠানে প্রশিক্ষন প্রদান করেন নারায়ণগঞ্জ বিআরটিএ’র মোটর পরিদর্শক মোঃ এমরান খাঁন।
অনুষ্ঠানে শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিএনজি চালকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন গাড়ী চালান তখন যাত্রীদের নিরাপত্তা দায়িত্ব আপনাদের উপর পড়ে। আপনারা যদি নিরাপদে গাড়ী চালান তাহলে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌচ্ছাতে পারবে। আর যদি আপনারা অসর্তকতার সহিত গাড়ীটি না চালান তাহলে দেখা যাবে যে কোন সময় একটি দূঘর্টনা ঘটে একজন যাত্রী মারা যেতে পারে অথবা চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে। একটি দূর্ঘটনা মানে সারা জীবনের কান্না। তাই আপনার সর্তক থাকলে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব। এসময় তিনি আত্মীয় ও বন্ধু বান্ধবের জীবনে ঘটে যাওয়া নানা সড়ক দূঘর্টনার স্মৃতি চারন করে সিএনজি চালকদেরকে বিভিন্ন ভাবে সড়ক দূর্ঘটনার কুফল বুঝানো চেষ্ঠা করেন। এসময় তিনি উপস্থিত চালকদের প্রতি আহবান জানিয়ে বলেন আপনার সর্তকর্তাও সহিত গাড়ী চালাবের, নিজেও বাঁচবেন অন্যকেও বাঁচতে সাহায্য করবেন।
পরে নারায়ণগঞ্জ বিআরটিএ’র মোটর পরিদর্শক মোঃ এমরান খাঁন সিএনজি চালানোর বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করে বলেন, একটি চালকের গাড়ী চালানোর জন্য সবচেয়ে জরুরী তার লাইসেন্স। তারপর গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখা। এরপর সর্তকর্তার সহিত তার গাড়ীটি চালানো। কারণ সরকার ইতিমধ্যে একটি আইন করেছে একটি দূঘর্টনা ঘটার সাথে সাথে তার তদন্ত করে চালকের মৃত্যুদন্ড বিধান রেখে আইন পাশ করেছে। তাই নিজেও বাঁচুন আপরকেও বাঁচতে সহায়তা করুন।