নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার জামপুর ইউপির মুছারচর ও তিলাবো গ্রামে বজ্রপাতে নিহত মোঃ ওবায়দুল হক ও ফুলছি আক্তারের স্বজনদের মাঝে চেক বিতরন করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান অফিস। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম উপস্থিত থেকে স্বজদের মাঝে এ চেক প্রদান করেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গত ৩০ এপ্রিল জামপুর মুছারচর গ্রামের কুদ্দুছ আলীর ছেলে মোঃ ওবায়দুল হক ধান করতে গিয়ে ও একই ইউপির তিলাবো গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফুলছি তার বাড়ির সামনে একটি গাছের নিচে দাড়ানো অবস্থায় বজ্রপাতে নিহত হয়। বজ্রপাতে তাদের মৃত্যু হওয়ার ঘটনায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উদ্যোগে নিহত স্বজনদের হাতে ২০ হাজার টাকা চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম।