নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
আজ (২৩ নভেম্বর) বুধবার সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এড: সামসুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমিদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজিব রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, কেন্দ্রীয় মহিলা যুবলীগে সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরাসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
প্রস্তুতি সভায় বিজয় দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।