নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় খোলা জায়গায় রেখে খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জারিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন লিমন মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন লিমন এর বরাত দিয়ে প্রধান অফিস সহকারী আব্দুল খালেক সরকার জানান, খোলা জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রেখে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে বারদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী আসাদ মিয়া ও সেলিম সিকদারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।