নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলার উদ্যোগে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে এক র্যালী বের করা হয়।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল্লা বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
সভাপতির বক্তব্যে বিএম রুহুল আমিন বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ কোন ভাবেই এগিয়ে নেওয়া যাবে না। মাদক যুব সমাজকে ধ্বংশ করে দিচ্ছে। তাই সকলে মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।