নিউজ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আল মামুন এর আচরণে ক্ষুব্ধ হয়ে উপজেলা পরিষদের মাসিক সভা বয়কট করেছে জনপ্রতিনিধি ঐক্য ফোরাম। তার আচারনে ক্ষুদ্র হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা মিটিংয়ে দু’জন ছাড়া কেউ উপস্থিত ছিলেন না।
সভার কোরাম না হওয়ায় পরবর্তীতে আবারও সভা ডেকেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান।
জনপ্রতিনিধিদের এসিল্যন্ডকে স্যার বলে সংম্বোধনা ও সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ওমরের সঙ্গে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুনের অশোভনীয় আচরণের প্রতিবাদ হিসেবে এ সভা বয়কট করেছেন বলে জানিয়েছেন একটি সূত্র। এতে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মধ্যে ব্যাপক দুরত্ব তৈরি হয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় কেন্দ্র পরিদর্শনে যান সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ক্ষিপ্ত হয়ে অশোভনীয় আচরণ করেন। একপর্যায়ে পুলিশ দিয়ে বের করে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ঐক্য ফোরাম ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খানের কাছে মিমাংসা চান ভাইস চেয়ারম্যান। বিষয়টি নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ইউএনও কোন ব্যবস্থা গ্রহন না করায় জনপ্রতিনিধি ঐক্য ফোরাম উপজেলা পরিষদের সভা দু’দফায় বয়কট করেন।
এছাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুপস্থিতিতে জনপ্রতিনিধিদের বাধ্যতামূলক ভাবে সহকারী কমিশনার (ভূমি) আল মামুনকে স্যার সংম্বোধন করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন। এতে ক্ষোভ প্রকাশ করে জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সদস্য। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংসদ্য লিয়াকত হোসেন খোকার কাছে সুস্ঠু বিচার দাবী করেন। এদিকে, জনপ্রতিনিধি ফোরামের পক্ষ থেকে সহকারী কমিশনারকে বদলী ও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সদস্যরা।