নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ করোনা ভাইরাস সংক্রমন থেকে সারা বিশ্ববাসীকে রক্ষায় সোনারগাঁয়ে বিশেষ দোয়া মোনাজাত করেন কওমি আলেমগন।
রোববার (১৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কওমী মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ শাখার উদ্যোগে এ বিশেষ মোনাজাত করে দোয়া করা হয়েছে।
দোয়া ও মোনাজাতে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন, কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ শাখার সভাপতি ও সোনারগাঁ ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহি উদ্দিন খান, কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ শাখার মহাসচিব আব্দুদ দাইয়ান, ইমাম ওলামা ঐক্য পরিষদের সোনারগাঁ শাখার মহাসচিব মুফতি সাইদুর রহমান, সোনারগাঁ ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাহজাহান শিবলী, কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ শাখার সহ সভাপতি মাওলানা কামাল হোসাইন, ভাটিবন্দর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ, গোয়ালদী জামিয়া শাইখুলহীন মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, হাবিবপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, বৈদ্যারবাজার মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারি মোয়াজ্জেম হোসাইন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান ও মাওলানা শাখাওয়াত উল্লাহ মুহিদ প্রমূখ।
পরে মোনাজাত শেষে আলেমগন সোনারগাঁয়ের কওমি মাদ্রাসার শিক্ষকদের আর্থিক সহযোগিতার বিষয়ে ইউএনও কে আহবান জানালে তিনি আলেম ওলামা গনকে আশ্বস্ত করেন।