নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনির ৬৯ তম জন্মদিন পালন করা হয়েছে। সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভা কক্ষে শনিবার সকালে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক ও স্ট্যাম ফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান, প্রজন্ম সোনারগাঁওয়ের সভাপতি ড. সেলিনা আক্তারের উদ্যোগে এ জন্মদিন পালন করা হয়। এসময় ড. সেলিনাসহ সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা ওসমান গনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই রিপোর্টার ও ব্রাইট সোনারগাঁয়ের সভাপতি আকতার হাবিব, প্রজন্ম সোনারগাঁও এর সাধারন সম্পাদক রবিউল হুসাইন, নিউজ সোনারগাঁ২৪ এর প্রকাশক ফরিদ হোসাইন, দরপত ঠোটালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দিন জাকি,সোনারগাঁ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সোনারগাঁও উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর সদস্য সচিব রহিমা আলম, এডভোকেট শারমীন আক্তার, নারী নেত্রী মুসলিমা আক্তার, মৌসুমী আক্তার, কাজী রোজি, আকতার জামান, ইউসুফ ও সাংবাদিক জাফর ইকবাল আয়নাল প্রমূখ।