নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক পুরষ্কার বিতরণ ও বৃওিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল শনিবার সকালে সোনারগাঁ জেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ১০৪ জন বৃওিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোঃ মহসিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বাংলাদেশ ব্যাংক এর উপ মহা-ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মেজর ( অব:) মােঃ নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকরা ও গণ্যমান ব্যাক্তিবর্গ।