নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে জাল ফেলে মা ইলিশ মাছ শিকারের দায়ে তিন জেলেকে নৌ পুলিশের সহায়তায় আটক করেছে উপজেলা মৎস কর্মকর্তা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়েছে।
উপজেলা জৈষ্ঠ্য মৎস কর্মকর্তা মাহামুদা আক্তার জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ শিকার করার অপরাধে বুুুুুধবার সকালে কামরুল ইসলাম, আমিনুল ইসলাম ও শামীম মিয়া নামের ৩ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জেলেকে ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে ও উদ্ধার করা ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় দেওয়া হয়েছে।