নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলার দেড় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোনারগাঁ মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, উপজেলার কাইকারটেক হাটে অবৈধ ভাবে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার সময় দেড় কোটি টাকা মূল্যে এক হাজার পিছ জাল জব্দ করা হয়। এ সময় মৎস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতাগণ পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল রবিবার দুুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।