নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলা জাতীয় নারী ফোরামের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা ১০টি ইউনিয়নের প্রায় ১৩০ জন মহিলাকে এ মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত। উপজেলা লেডিস ক্লাবের সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী নুশরাত ইসলাম, উপজেলা মহিলা সংস্থার সভাপতি জাহানারা বেগম, উপজেলা পরিষদের নারী সদস্য কাউন্সিলর মনি ও নারী নেত্রী ফেন্সী।