নিউজ সোনারগাঁ২৪ডটকম:
“পরিকল্পিত পরিবার সু রক্ষিত মানবাধিকার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলামের সভাপতিত্বে র্যালীটি উপজেলা চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হায়দার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তাহুরা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম তরফদার, পরিসংখ্যান কর্মকর্তা এ কে এম শামসুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।