গঠনের পর ‘সোনারগাঁও প্রেস ইউনিটি’র প্রথম মাসিক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় ‘নিউজ সোনারগাঁও২৪ডটকম’ এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও প্রেস ইউনিটি’র সদস্য হতে আগ্রহী ৬জন আবেদনকারীর মধ্যে ৫জন আবেদনকারী সদস্য হওয়ার যোগ্যতা থাকায় তাদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। নতুন সদস্যরা হলেন – দৈনিক রুদ্রবার্তা’র কবি জামান, শিক্ষাবার্তা’র আমিনুল ইসলাম, দৈনিক সংগ্রাম’র রুহুল আমিন, দ্যা নিউজ টু-ডে’র মো. আব্দুর রহমান এবং আলোচিত কন্ঠের স্টাফ রিপোর্টার মো. রেজাউল করিম।