সোনারগাঁ উপজেলার পৌর এলাকার ঐতিহাসিক আমিনপুর মাঠে মঙ্গলবার দিনব্যাপী গবাদী পশুর এক ব্যতিক্রমধর্মী ফ্যাশান শো’র আয়োজন করা হয়। মানব দেহের জন্য প্রয়োজনীয় গরুর দুগ্ধ ও মাংস চাহিদা মিটাতে গরু উৎপাদনে দেশীয় খামারীদের উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে সোনারগাঁ উপজেলায় দেশের ৩য় পশুর মেলা আয়োজন করেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ছোট বড় প্রায় ১৫০ মতো ডায়েরী ফার্মের মালিকদের আয়োজনে তাদের পালিত বড় বড় গরুর আয়োজনে মেলাটি করা হয়। আমিনপুর মাঠে মাঝ খানে বিশাল একটি ষ্ট্রেজ করে ৭০০ কেজি থেকে ১০৪০ কেজি ওজনের গরু ও মহিষের প্রদর্শন করা হয়। প্রত্যেকটি গরুর সাথে কয়েকজন করে যুবককে কাউবয় ও বিভিন্ন সাজে সজ্জিত হয়ে স্ট্রেজে উঠেন। এসময় তারা তাদের গরু গুলোগুলোকে চারদিকে ঘুরিয়ে দর্শকদের দেখান। এ ভাবে একের পর এক গরু ষ্ট্রেজে প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিজ সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ মেলার উদ্ধোধন করেন। প্রদর্শনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত সাংসদ হোসনে আরা বাবলি, প্রাণিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ওয়াছি উদ্দিন, মহাপরিচালক আইনুল হক, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমূখ।