• সকাল ৬:৪২ মিনিট রবিবার
  • ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি: যোগ্যতা নাকি রাজনৈতিক প্রভাব সোনারগাঁয়ে শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নতুন ইউএনও ফারজানা রহমান সুজনের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হুশিয়ারি তুহিন মাহমুদের সোনারগাঁয়ে দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ সোনারগাঁ উপজেলা যুবদলের দোয়া মাহফিল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সোনারগাঁ থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ শিক্ষককে লাঞ্চিত করে পদত্যাগে বাঁধ্য করায় সোনারগাঁয়ে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের অধিকাংশ সরঞ্জাম চুরি বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপি’র দোয়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনারগাঁয়ে ছাত্রদলের শো-ডাউন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট, তীব্র ভোগান্তী সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কার্যালয় দখল করে বিএনপির দলীয় অফিস সোনারগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের উপর বহিরাগতদের হামলা সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা নিরপরাধ কোন ব্যক্তিকে যেন মামলায় জড়ানো না হয়. ড. ইকবাল হোসেন সোনারগাঁও পৌরসভা মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা ভাংচুর সোনারগাঁয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ
অপ্রতিরোধ্য নিগার, এক ম্যাচ পর আবার সেঞ্চুরি

অপ্রতিরোধ্য নিগার, এক ম্যাচ পর আবার সেঞ্চুরি

Logo


এক ম্যাচ আগেই সেঞ্চুরি পেয়েছিলেন নিগার সুলতানা। চলমান সিরিজে আজ (রবিবার) দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। তার অপরাজিত ১০১ রানে ভর করে বাংলাদেশ নারী ইমার্জিং দল নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ১২৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের ইনিংস। ফলে ১১০ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লেগ স্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণি জাদুতে কোণঠাসা হয়ে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। আনেকে বোস ছাড়া কেউই থিতু হতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করা আনেকে করেন সর্বোচ্চ ৬৩ রান। ৮১ বলে ৭ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া কেবল দুই ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। প্রোটিয়াদের শেষ ব্যাটসম্যান ব্যাটিংয়ে না নামায় সফরকারীদের ইনিংস থামে ৪৬.৫ ওভারে ১২৬ রানে।

লেগ স্পিনার ফাহিমা ২৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়া অফ স্পিনার সালমা খাতুন ২টি এবং রিতু মনি, নাহিদা আক্তার ও লতা মণ্ডল নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিং জুটি বিচ্ছিন্ন হলেও তিন নম্বরে নেমে ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার। মুর্শিদা ৪১ রান করে আউট হলেও নিগার নিজের সহজাত খেলা খেলতে থাকেন। এক ম্যাচ পর তুলে নেন আরেকটি সেঞ্চুরি। আরেকবার খেলেন ১০১ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৩৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। ১৩২ বলের ইনিংসটি সাজান তিনি ৮ চার ও এক ছক্কায়।

এছাড়া প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া সোবহানা মোস্তারি খেলেছেন ৫২ বলে ৪৫ রানের কার্যকরী ইনিংস। এক ছক্কা ও ৩ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন লতা মন্ডল।


Logo