রাশিয়ার বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার ব্যর্থতা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ম জেলার এক তরুণ সমর্থক। গোলডটকম জানিয়েছে, রোববার সকালে দিনু অ্যালেক্স নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লজ্জার হারের পর ওই তরুণ বাড়ি থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, বন্ধুদের ব্যঙ্গ থেকে রেহাই পেতে মিনাচিল নদীতে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দিনু আর্জেন্টিনা কট্টর সমর্থক ছিল।
কোট্টায়মের সাব ইন্সপেক্টর অনিল কুমার গোলডটকমকে বলেন, “ময়নাতদন্তের আগে আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ধারণা করছি, আর্জেন্টিনার হার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।’ দিনু একটি চিঠি রেখে গেছেন। তাতে লেখা, ‘যা যা দেখার, তার সবটাই দেখেছি। এখন কী দেখার? আমি আরও গভীরে ঝাঁপ দিচ্ছি।”