বেলজিয়ামের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের বেদনা গ্রাস করেছে পুরো ব্রাজিল দলকে। দলের খেলোয়াড়রা বলছেন, জেতার জন্য সর্বোত চেষ্টা করেও ফল অনুকূলে আনতে পারেননি তারা।
এই ফলের কারণে ব্রাজিল দলের সমালোচকরা পেয়েছে নতুন রসদ। তারা কটূকথার তীরে বিদ্ধ করছে নেইমার-সিলভা-মার্সেলো-কুতিনহোদের।
এই সমালোচনা শুনতে মানসিকভাবে প্রস্তুতির কথাই শোনালেন সেলেকাওদের অ্যাটাকিং মিডফিল্ডার কুতিনহো। তার ভাষ্যে, ‘যেহেতু আমরা হেরে গেছি, এখন চারদিকের সমালোচনাই শুনতে হবে।’
শুক্রবার (৬ জুলাই) রাতে কাজান এরেনায় ২-১ গোলে পরাজয়ের পর কুতিনহো সংবাদমাধ্যমকে বলেন, ‘ফাইনালে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, নিজেদের সেরা খেলাটা খেলেছি, সবাই তার সর্বোচ্চটি উজাড় করে দিয়েছে। কিন্তু সফল হতে পারলাম না।’
সমালোচনার তোড় আসবে উল্লেখ করে কুতিনহো বলেন, ‘আমি নিশ্চিত এখন চারদিক থেকেই আমাদের সমালোচনার শূলে চড়ানো হবে। জীবন বহমান, এটাই ফুটবল, আপনি কখনো জিতবেন, কখনো হারবেন।’
সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ব্রাজিলিয়ান এ প্লেমেকার বলেন, ‘জেতার জন্য আমরা সব চেষ্টাই করেছিলাম, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে পারিনি, সেজন্য দুঃখিত।’