আইপিএলের শুরু থেকেই একর পর এক তারকা ক্রিকেটারদের হারাতে হচ্ছে ধোনির চেন্নাইকে। ইনজুরি আর চেন্নাই যেন এখন সমার্থক শব্দ। যার সর্বশেষ সংযোজন পেসার দীপক চাহারের চোট। আগামী ২ সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে এই পেসারকে।
তবে আশার কথা হচ্ছে ধোনির দলে ফিরছেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা লুঙ্গি এনগিডি। বাবার মৃত্যুর কারনে আইপিএলের শুরু আগেই দল ছাড়তে হয়েছে লুঙ্গি এনগিডির।শনিবার চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং নিশ্চিত করেছেন যে তার বাবার মৃত্যুর পর দক্ষিণ আফ্রিকায় ফেরা লুঙ্গি এনগিডি আবারো দলের সাথে যোগ দিচ্ছেন। এনগিডি ফেরাতে নিশ্চিত ভাবে ধোনির বোলিং ইউনিট আরও শক্তিশালী হবে।
ভারতের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে আর্ন্তজাতিক ক্রিকেটে পা রাখেন এনগিডি। অভিষেক টেস্টে ‘ম্যান অব দ্যা ম্যাচ’-এর পুরষ্কার জিতে আলোচনায় আসেন এনগিডি। ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৬ উইকেট শিকার করা ২২ বছর বয়সী এনগিডি আছেন আইপিএল অভিষেকের অপেক্ষায়।