• রাত ৯:০৭ মিনিট শনিবার
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখালের এডভোকেট রোকন সোনারগাঁয়ে ১২ বছরের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ সোনারগাঁয়ে বড় ভুমিকম্প মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট সোনারগাঁ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর বৃত্তি পরীক্ষা শুরু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১২ জনের মনোনয়নপত্র জমা সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীসহ ১২ জনের মনোনয়নপত্র জমা সোনারগাঁয়ে ব্রিটিশ পিলার উদ্ধার সোনারগাঁয়ে এক দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার ট্রাকে আগুন: পিতা-পুত্রকে প্রধান আসামী করে ১৪ জনের নামে মামলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এএইচএম মাসুদ দুলাল মনোনয়নপত্র জমা দিলেন সাবেক এমপি কায়সার হাসনাত জাতীয়পার্টিরর মনোনয়নপত্র জমা দিলেন লিয়াকত হোসেন খোকা নুনেরটেকে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৭ মোগরাপাড়া ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন কায়সার হাসনাত স্বতন্ত্র ও তৃনমুল বিএনপি থেকে আরো দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ সোনারগাঁয়ে অবরোধের পক্ষে বিপক্ষে মাঠে নেই কোন দল রাতের আধারে সিএসজিতে এসে ট্রাকে আগুন দিলো দুবৃর্ত্তরা
ক্যারিবীয়দের ‘শারীরিক শক্তি’কেই যত ভয় টাইগারদের

ক্যারিবীয়দের ‘শারীরিক শক্তি’কেই যত ভয় টাইগারদের

Logo


ফরম্যাট যত ছোট হবে, ওয়েস্ট ইন্ডিজ তত ভয়ানক হবে- ক্যারিবীয় ক্রিকেট দলের ব্যাপারে এটা একপ্রকার প্রমাণিত সত্য। যে কারণে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেবল ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদেরই জয়জয়কার। এর পেছনে মূল কারণ বলতে গেলে ক্যারিবীয়দের পেশির জোর।

অন্য সাধারণ ক্রিকেটাররা যে বল টাইমিংয়ে গড়বড় করলে ধরা পড়েন বাউন্ডারির কাছে ফিল্ডারের হাতে, সেখানে ক্যারিবীয় ক্রিকেটাররা গড়বড়ে শট খেলেও পেয়ে যান ছক্কা। হাতের পেশি ও কব্জির জোর এতোটাই বেশি যে বড় বড় ছক্কা হাঁকাতে খুব একটা বেগ পেতে হয় না তাদের।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি সাফ জানিয়ে দেন অন্তত ক্যারিবীয় খেলোয়াড়দের পাওয়ার হিটিংয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে তার দলকে। যে কারণে এখনই আগ বাড়িয়ে সিরিজের সম্ভাব্য ফলাফল কিংবা নিজেদের লক্ষ্যের ব্যাপারে কিছু বলতে রাজি হননি মাশরাফি। এর চেয়ে বরং ম্যাচ বাই ম্যাচ এগুনোই ভালো হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কাল (রোববার) কেমন হয়। আর ওয়েস্ট ইন্ডিজ আসলে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে অনেক ভালো দল। তাদের মাসল পাওয়ার অনেক বেশি। এই ধরনের ফরম্যাটে একজন বা দুইজনই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয়। সাম্প্রতিক সময়ে এই জায়গাটায় ওদের কয়েকজন আছে এমন যারা প্রতিপক্ষ বোলিংকে স্রেফ গুঁড়িয়ে দিতে পারে।’

মাশরাফি আরও যোগ করেন, ‘ওদের বিপক্ষে সীমিত ওভারে খেলতে নামলে এই বিষয়টা (পাওয়ার হিটিং) খেয়াল রাখা খুবই জরুরী। তবে আসলে তিনটা ম্যাচের কথা তো এখনই বলা যায় না। ওদের জন্য ফরম্যাট যত ছোট হবে তত বেশি সহজ হবে। আমার কাছে মনে হয় প্রথম ম্যাচের দিকেই ফোকাস থাকাই বেশি ভালো।’

ওয়ানডে ক্রিকেটে চলতি বছরটা খুব একটা খারাপ কাটেনি। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও মিলেছে হোয়াইটওয়াশ করে জয়ের স্বাদ। এর আগে এশিয়া কাপেও ফাইনালে খেলেছে দল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জেতার সুখস্মৃতি তো এখনো টাটকা। এসব মিলিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা ইতিবাচক থেকে ফুরফুরে মেজাজেই নামার সুযোগ রয়েছে বাংলাদেশ দলের সামনে।

তবে টাইগার দলপতি বিষয়টি ঠিক এমনভাবে দেখছেন না। তার মতে টেস্ট সিরিজ যেমনই হোক না কেন, ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ সহজে পার পাওয়া যাবে না।

মাশরাফি বলেন, ‘আসলে ক্রিকেটের ফরম্যাট তো একেকটা একেকরম। টেস্টে যেমন গেছে ওয়ানডেতেও তেমন যাবে সেটা বলা যায় না। কাজেই যারা ফর্মে আছে তাদের দায়িত্ব আরও বেশি। এশিয়া কাপ থেকে অবশ্যই এই ফরম্যাটে ভাল খেলছে দল। আশা করি ছন্দ ধরে রাখতে পারলে (জিততে) সুবিধা হবে।’

এসএএস/এমকেএইচ


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution