আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সূচি আনুষ্ঠানিকভাবে আগামী বৃস্পতিবার জানা যাবে। তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো সে পর্যন্ত অপেক্ষা করেনি।
আজই (বুধবার) সম্ভাব্য এক সূচি দিয়েছে ওয়েবসাইটটি। সে অনুয়ায়ী দেখে নেয়া যাক বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে। কোন মাঠে কাদের বিপক্ষে খেলবেন মাশরাফি-সাকিবরা। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য সূচি থাকছে-
বাংলাদেশের প্রথম ম্যাচে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে। ৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ওভাল (দিবারাত্রির) ম্যাচ খেলবে টাইগাররা। তৃতীয় ম্যাচ ৮ জুন কার্ডিফে প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে। ২০ জুন বাংলাদেশর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভেন্যু নটিংহ্যাম। ২৪ জুন আফগানিস্তান সাউদাম্পটনে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে ও ৫ জুলাই লর্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ্য পাকিস্তান।
উল্লেখ্য, ৩০ মে ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। পুরো ইংল্যান্ডে মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ১৪ জুলাই লর্ডসে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ফাইনাল আয়োজন করবে ইংলিশরা।