টো দলই এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচ জিতেছে। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে এগিয়ে কলকাতা। প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা নাইটরা পরের দুটো ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়লেও পরের দু’টি ম্যাচে রাজিতে জয়ের সরণীতে ফিরে এসেছে। উল্টো দিকে গেল আসার পর যেন বদলে গিয়েছে পঞ্জাব। দেখে নেওয়া যাক গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ।