• রাত ১২:৪১ মিনিট বৃহস্পতিবার
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন কায়সার হাসনাত স্বতন্ত্র ও তৃনমুল বিএনপি থেকে আরো দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ সোনারগাঁয়ে অবরোধের পক্ষে বিপক্ষে মাঠে নেই কোন দল রাতের আধারে সিএসজিতে এসে ট্রাকে আগুন দিলো দুবৃর্ত্তরা বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার-৪,মোটর সাইকেল জব্দ সোনারগাঁয়ে আওয়ামী-জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ লিয়াকত হোসেন খোকা মনোনয়ন পাওয়ায় পৌর জাতীয়পার্টির আনন্দ মিছিল দলীয় মনোনয়ন পেয়েই জমে উঠেছে নির্বাচন কায়সার হাসনাতকে নেতাকর্মীদের সংবর্ধনা মাদ্রাসার রড চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চোর হাসপাতালে সোনারগাঁয়ে আওয়ামীলীগের মনোনয়নে নেতাকর্মীদের আনন্দ মিছিল মিষ্টি বিতরন সোনারগাঁয়ে বিভিন্ন মাছের ঘের এ উচ্ছেদ অভিযান সোনারগাঁয়ে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন আবদুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৯৪.৫১ সোনারগাঁয়ে এইচএসসি ও সমামানের পরিক্ষায় পাশের হার ৯৪.৫১ পান্থপথে লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় বন্দরে গ্রেপ্তার প্রেমিকের দেয়া আগুনে মৃত্যু হলো প্রেমিকার নাশকতার মামলায় বিএনপি জামায়েত এর তিন নেতাকর্মী গ্রেপ্তার নুনেরটেকে লালপুরীর ৫০তম তরিকত সম্মেলন শুরু সেলিম ওসমানের এবার নির্বাচিত হওয়ার স্বপ্ন পূরণ হওয়া অনেকটাই দোদুল্যমান
তার পরেও মুমিনুলের দাবি, তারা টেস্ট খেলতে জানেন!

তার পরেও মুমিনুলের দাবি, তারা টেস্ট খেলতে জানেন!

Logo


মিরপুরে মাত্র আড়াই দিনে বাংলাদেশকে বিধ্বস্ত করে ইনিংস ব্যবধানে জিতেছে পাকিস্তান। শেষ দিন সাড়ে ছয় ঘণ্টায় ১৩ উইকেট নিয়েও মুমিনুলরা লড়াই করতে পারেননি। তাতে আরেকটি হতাশাজনক হার যোগ হয়েছে বাংলাদেশের পাশে। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বাংলাদেশ টেস্ট খেলতেই পারে না? মুমিনুল অবশ্য ভিন্নমত পোষণ করছেন।

ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই শক্ত প্রতিপক্ষ। সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টেও নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে দারুণ লড়াই উপহার দিয়েছে অতীতে। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান তাদের সেই গৌরবকেও প্রশ্নবিদ্ধ করে ছেড়েছে। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।

ঢাকায় ইনিংস ও ৮ রানে হারের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনে মুমিনুল হক যেন কিছুটা বিরক্তই হলেন। যে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন, তারা কি জানে কীভাবে টেস্ট খেলতে হয়? জবাবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আপনার কাছে কী মনে হয়? মনে হয় অবশ্যই জানে। না জানলে…ওপেনার বা এক নম্বর থেকে ওরা কীভাবে ব্যাটিং করেছে এবং বোলিং করেছে। সাদমান এই সিরিজের আগে সেঞ্চুরিও করেছে।’

টেস্ট খেলার যোগ্যতা নিয়ে মুমিনুল আরও বলেছেন, ‘জিম্বাবুয়ের মাটিতেও রান করা এত সহজ না। তার আগে শ্রীলঙ্কায় শান্ত সেঞ্চুরি করেছে। মুশফিক ভাইতো সব সময়। উনি সিনিয়র খেলোয়াড়। সাকিব ভাইয়ের কথা তো বলা লাগে না। হয়তো আমার কথা বলতে পারেন, আমি চার ইনিংসে রান করিনি। আমারটা নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন।’

মুমিনুলের মতে যোগ্য ক্রিকেটাররাই টেস্ট খেলছে, ‘তাইজুল, এবাদত কিন্তু খুবই ভালো বল করেছে। খালেদ অনেক দিন পর খেললো, প্রথমদিন হয়তো প্রথম স্পেলে ভালো করতে পারেনি। কিন্তু দ্বিতীয় স্পেলে খুবই ভালো বল করেছে। আপনি যদি দেখেন সবাই সামর্থ্যবান। অবশ্যই তাদের টেস্ট খেলার যোগ্যতা আছে দেখেই টেস্ট খেলে।’

মুমিনুল টেস্টের নেতৃত্ব পেয়েছিলেন হুট করেই। তার অধীনে এখন অবধি ১১ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে বাংলাদেশ। ৮টিতে হার ও ড্র ১টি। হতশ্রী এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব করা কতটা কঠিন? এমন প্রশ্নের জবাবে মুমিনুলের সোজাসাপ্টা উত্তর, ‘না, না। কঠিন না। আমার মনে হয় চ্যালেঞ্জিং। দেখেন আমি চ্যালেঞ্জ নিয়েছি বলে এই সিটে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। সবাই এই চ্যালেঞ্জ নিতে পারে না। দল যখন এরকম অবস্থায় যায়, তখন গুরুত্বপূর্ণ হলো বিষয়টা আপনি কীভাবে দেখেন, কীভাবে প্রতিক্রিয়া করেন। এটা আমার জন্য চ্যালেঞ্জের, সামনে হয়তো আরও চ্যালেঞ্জ আছে। আমি ইতিবাচকভাবে দেখি।’

/আরআই/এফআইআর/


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution