রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার। উল্টো পিঠে ব্রাজিলীয় ফরোয়ার্ডের ভান করার বিষয়টিও রয়েছে আলোচনায়। তার বিরুদ্ধে অভিযোগ ভান করে পড়ে যান মাটিতে- যাতে করে ফায়দা নিতে পারেন ম্যাচ থেকে। এমন অভিযোগ অবশ্য বহু পুরনো। সেই পুরনো অভিযোগ এবার তরতাজা করলেন মেক্সিকো অধিনায়ক মিডফিল্ডার আন্দ্রেস গার্দাদো। তাই রেফারিদের কড়া নজর রাখতে বললেন নেইমারের ওপর।
শেষ ষোলোয় সোমবার সামারায় ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো। গুরুত্বপূর্ণ লড়াই বলেই বেশ সতর্ক দলটির অধিনায়ক গার্দাদো। নেইমারের সমালোচনা করেই বললেন, ‘আমরা নেইমারকে সবাই জানি।’ তাই নেইমারের ভান করার দিকে সরাসরি ইঙ্গিত করেই মেক্সিকো অধিনায়ক বললেন, ‘এটা আমার অথবা আমাদের বিচার করার বিষয় না। তবে বিষয়টা রেফারির আর ফিফার।’
নেইমারের ওপর কড়া নজরে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির প্রসঙ্গটিও টেনে আনলেন মেক্সিকো অধিনায়ক, ‘ওদের তো এখন ভিএআর আছে। তাই তাদের ওর খেলার ধরনের ওপর নজর রাখা উচিত। কারণ আমরা জানি নেইমার ফাউলের জন্যে সব কিছু অতিরঞ্জন করে। সে ইচ্ছে করেই মাটিতে শুয়ে পড়তে পছন্দ করে।’