ইনজুরি টাইমে ভাঙল কোস্টারিকা বাধা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ফিলিপে কৌতিনিয়ো ও নেইমারের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। একের পর এক আক্রমণ ভেস্তে যাওয়ার পর একেবারে শেষ মুহূর্তে বার্সেলোনা মিডফিল্ডারের গোলে জয়ের সুবাস পায় তারা। আর ইনজুরি টাইমের শেষ মিনিটে নেইমার স্কোরশিটে নাম তুললে সেন্ট পিটার্সবার্গে ব্রাজিল পায় ২-০ গোলের জয়।
ব্রাজিলের একের পর এক আক্রমণ, বিপরীতে কোস্টারিকার প্রতিরোধের দেয়াল, সঙ্গে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে ব্রাজিলের পেনাল্টি বাতিল- সেন্ট পিটার্সবার্গের উত্তেজনা ছড়ানো ম্যাচে সবকিছুরই দেখা মিললো। যেখানে রক্ষণাত্মক কোস্টারিকার হৃদয় ভেঙে ব্রাজিল উৎসবে মাতে ইনজুরি টাইমের গোলে।
নির্ধারিত সময় শেষে তখন শুরু হয়েছে ইনজুরি টাইমের খেলা। মার্সেলোর ক্রস রবেতো ফিরমিনোর হেড হয়ে আসে গাব্রিয়েল জেসুসের কাছে। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের বলটা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেটা অবশ্য ব্রাজিলের জন্য আশীর্বাদ হয়েই আসে। তার বাজে নিয়ন্ত্রণের কারণেই দ্রুতগতিতে এগিয়ে এসে বলটি পায়ের উপরের দিকের অংশের শটে জালে জড়িয়ে দেন কৌতিনিয়ো।