নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলায় অবস্থিত শেখ রাসেল স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে প্রধান অতিথি হিসেবে অনুর্ধ-১৭ বালকদের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ও অনুর্ধ-১৭ বালিকাদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও সোনারগাঁ ক্রীড়া সংস্থার যৌথভাবে জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করে। এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাজমুল হোসেইন, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য বাসেদ মিয়া, মোহাম্মদ আলী প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন বৈদ্যের বাজার ইউনিয়ন বনাম নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ। খেলায় ৩-০ গোলের ব্যবধানে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ জয়লাভ করে।