নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে লজ্জার হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে ওয়েষ্টইন্ডিজের কাছে ৬০ রানে হেরে টুর্নামেন্টে যাত্রা করে নারীরা।
৬০ রানে হারের চেয়েও বড় লজ্জা ছিল ম্যাচে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র ৪৬ রানেই। তার চেয়েও লজ্জাজনক বিষয় হলো, একজনও পৌছতে পারেনি দুই অংকের ঘরে।
প্রথমে ব্যাটিং করে ওয়েষ্টইন্ডিজ নারীরা ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান করে। দলের পক্ষে কায়সিয়া নাইট করেন সর্বোচ্চ ৩২ রান। এছাড়া টেলর করেন ২৯ রান। বাংলাদেশের জাহানারা নেন ৩টি উইকেট।
জবাব দিতে নেমে মাত্র ১৪.৪ ওভারে ৪৬ রানেই অল আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান আসে ফারজানার ব্যাট থেকে। ওয়েষ্টইন্ডিজের ডুতিন মাত্র ৬ রানেই নেন ৫টি উইকেট।