টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সাকিব সর্বোচ্চ উইকেট শিকারী হলেও দলের জয়ে তার অবদান অনেক কম। বরং বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ে অবদান রেখেছেন পেসার আল আমিন হোসেন।
মোট ১৫৩ উইকেটের মধ্যে ৩৯টি উইকেট নিয়েছেন আল আমিন। দলের জয়ে এখন পর্যন্ত ২৫.৪৯ শতাংশ অবদান রেখেছেন তিনি। তবে দলের জয়ে উইকেটের দিক দিয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আফগান স্পিনার রশিদ খান।
দলীয় ২১২ উইকেটের মধ্যে ৫৬টি উইকেট শিকার করেছেন তিনি। দলের জয়ে এখন পর্যন্ত ২৬.৪১ শতাংশ অবদান রেখেছেন এই আফগান তারকা। তৃতীয় পজিশনে রয়েছেন জেমস ফকনার। অস্ট্রেলিয়ার ১৪৩ উইকেটের মধ্যে ৩৬ টি উইকেট ও অস্ট্রেলিয়ার জয়ে ২৫.১৭ শতাংশ অবদান রেখেছেন তিনি।
এ তালিকায় চতুর্থ পজিশনে রয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। দলের ২৬৩টি উইকেটের মধ্যে ৬৬টি উইকেট শিকার করেছেন তিনি। এ তালিকায় পঞ্চম পজিশনে রয়েছেন ভারতের যুবেন্দ্র চাহাল। ১৪১ টি উইকেটের ৩৫টি নিয়ে এবং দলের জয়ে ২৪.৮২ শতাংশ অবদান রেখেছেন তিনি।